Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চরলক্ষ্যা ইউনিয়নের ইতিহাস

 

১নং চরলক্ষ্যা ইউনিয়ন উৎপত্তির ইতিহাস

 

চট্টগ্রাম জেলার অন্তর্গত ১নং চরলক্ষ্যা ইউনিয়নটি কর্ণফুলী নদীর অদুরে অবস্থিত। প্রাচীনকালে কর্ণফুলী নদীর পানিবাহিত পলিমাটির স্তর ক্রমান্বয়ে জমাট বাঁধিয়া প্রথমে লক্ষ্যারচর পরবর্ত্তীতে চরলক্ষ্যা ইউনিয়নের উৎপত্তি বা উদ্ভব হইয়াছিল বলিয়া বর্ষীয়ান ব্যক্তিদের অভিমত। বর্তমান ইউনিয়নটি শস্যশ্যামলা বৃক্ষরাজি সম্পন্ন ঘনবসতি এলাকা। ইহার প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য অপরুপ। ইহার আয়তন ১০.৩৪ বর্গ কিলোমিটার। ইহার লোকসংখ্যা প্রায় ২৮,১৯৮ হাজার। ইহার উত্তরে ইছানগর ও খোয়াজনগর। দক্ষিনে জুলধা ও শিকলবাহা ইউনিয়ন। পূর্বে চরপাথরঘাটা ও  চরফরিদ। পশ্চিমে ডাঙ্গারচর ও কর্ণফুলী নদীর মোহনা।